দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশি প্রার্থী সংখ্যা হাফ ডজন

দর্শনা অফিস: দর্শনা পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়েছে। গতকাল সোমবার দর্শনা পৌর মেয়র পদ শূন্য ঘোষণা দিলে সেই সাথে নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ দর্শনা পৌর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। একই দিন দেশের আরো ৮টি পৌরসভার কাউন্সিলর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শনা পৌর উপ-নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরই মধ্যে দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভায় দলীয় প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবুর নাম প্রস্তাব করা হয়েছে। সে মোতাবেক প্রস্তুতি নিচ্ছেন মতিয়ার রহমানের ভাই আতিয়ার রহমান হাবু। এ দিকে আরিফুজ্জামান আরিফ মেয়র পদপ্রার্থী হচ্ছেন বলে ছবি সংবলিত বিলবোর্ড ছেয়ে গেছে পৌর এলাকার বিভিন্ন মহল্লায়। তাছাড়া আ.লীগের সমর্থন প্রত্যাশিদের তালিকাও দিনদিন লম্বা হচ্ছে। এরই মধ্যে নাম শোনা গেছে, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি আবু সাঈদ মো. হাসান, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সাবেক যুবলীগনেতা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাব্বির হোসেন মিকার। আরিফুজ্জামান ছাড়া প্রত্যেকই আ.লীগের সমর্থন প্রত্যাশি বলে জানা গেছে। তবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে ততই বোঝা যাচ্ছে প্রার্থীর সংখ্যা বাড়ে কিনা কমে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More