দর্শনা-মুজিবনগর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক বিভাগ। গতকাল শুক্রবার দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড থেকে এই উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর। জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তার দুধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে উচ্ছেদের জন্য একাধিকবার তাগিদ দেয়া হয় স্থাপনাকারীদের। সে থেকে দখলদাররা উচ্ছেদ শুরু করে। দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার পর্যন্ত দখলদারদের মধ্যে অর্ধশত দোকানপাট নিজ দায়িত্বে উচ্ছেদ করে নিলেও প্রায় ২শ স্থাপনা ছিলো দ-ায়মান। অবশেষে গতকাল শুক্রবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা পরিষদের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। দিনভর উচ্ছেদকালে দর্শনা বাসস্ট্যান্ড থেকে পুরাতন বাজার রেলগেট পর্যন্ত প্রায় ২শ দোকানপাট বুলডেজার দিয়ে উচ্ছেদ করেছে। ফলে প্রায় দেড় কিলোমিটার রাস্তার দুধারে দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়ায় যেন শ্মশানে পরিণত হয়েছে। জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম গুড়িয়ে দেয়ায় ২ শতাধিক ব্যবসায়ী বেকার হয়ে পড়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি ছিলো। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের চুয়াডাঙ্গা জেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে প্রমুখ। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা জন্য দর্শনা-মুজিবনগর সড়ক প্রসার ও নির্মাণ কাজের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া হয়েছে ১৪৯ কোটি টাকা। ব্যয়ে দর্শনা বাসস্ট্যান্ড থেকে মুজিবনগর কেদারগঞ্জ পর্যন্ত ২৯ কিলোমিটার সড়ক পথ প্রসারিত ও নির্মাণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে গত ২১ নভেম্বর। উচ্ছেদ কার্যক্রম শেষ হলেও সড়ক প্রসস্ত কাজ শুরু হতে পারে বলে জানা গেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More