দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে চলতি বছরে এক লাখ ১৭ হাজার ৬শ’মেট্রিক টন গম আমদানি

 

স্টাফ রিপোর্টার: দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে চলতি বছরে ভারত থেকে ১ লাখ ১৭ হাজার ৬শ’ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত ৭ মাসে মালবাহী ট্রেনযোগে ৪৯টি ব্র্যাকের ২ হাজার ৫৮টি রেলওয়াগনের (বিসিএন) মাধ্যমে ১ লাখ ১৭ হাজার ৬শ’ মেট্রিক টন গম বাংনাদেশে প্রবেশ করেছে। আমদানিকৃত গম খালাশ হয়েছে দর্শনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের মাষ্টার (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি মাসে মালবাহী ট্রেনের ১১টি ব্র্যাকের মাধ্যমে ৪৬২টি রেলওয়াগনে ২৬ হাজার ৪শ’ মেট্রিক টন গম বাংলাদেশে প্রবেশ করেছে। একইভাবে ফেব্রুয়ারি মাসে ৯টি ব্র্যাকের মাধ্যমে ৩৭৮টি রেলওয়াগনে ২১ হাজার ৬শ’ মেট্রিক টন, মার্চ মাসে ৯টি ব্র্যাকের মাধ্যমে ৩৭৮ টি রেলওয়াগনে ২১ হাজার ৬শ’ মেট্রিক টন, এপ্রিল মাসে ১০টি ব্র্যাকের মাধ্যমে ৪২০টি রেলওয়াগনে ২৪ হাজার মেট্রিক টন, মে মাসে ৪টি ব্র্যাকের মাধ্যমে ১৬৮টি রেলওয়াগনে ৯ হাজার ৬শ’ মেট্রিক টন, জুন মাসে ৩টি ব্র্যাকের মাধ্যমে ১২৬টি রেলওয়াগনে ৭ হাজার ২শ’ মেট্রিক টন এবং জুলাই মাসে ৩টি ব্র্যাকের মাধ্যমে ১২৬টি রেলওয়াগনে ৭ হাজার ২শ’ মেট্রিক টন গম বাংনাদেশে প্রবেশ করেছে। দর্শনার মোবারক পাড়ার আবু হাসান নামে এক ক্রেতা বলেন, বর্তমানে প্রতি কেজি গম ৪৮ টাকা দরে কিনতে হচ্ছে। গমের দাম আর একটু কমলে সাধারণ মানুষ উপকৃত হবে। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি। উথলী বাজারের খুচরা গম ব্যবসায়ী মো. হারেজ আলী বলেন, শীর্ষ গম রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের দাম বেড়েছে। ভারত থেকে গম আমদানি হওয়ার কারনে খুব শিগগিরই গমের দাম কমতে শুরু করবে। দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর কর্তৃপক্ষ ও ষ্টেশন মাস্টার (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত আলি জানান, ভারত থেকে চলতি বছরে ১ লাখ ১৭ হাজার ৬ শ’ মেট্রিক টন গম দেশে প্রবেশ করেছে। আমদানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More