দর্শনা রেল ইয়ার্ড চত্বরের ঢালাই কাজের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

আ.লীগ সরকার দর্শনা রেল ইয়ার্ডের অতীত ঐতিহ্য ফিরিয়ে এনেছে

দর্শনা অফিস: দর্শনা রেল ইয়ার্ড চত্বরে দীর্ঘদিনের দুর্ভোগ দূরীকরণ হচ্ছে। বর্ষা মরসুমে হাঁটু পানি ও কাদা, শুকনো মরসুমে ধুলো-বালিতে চরম দুর্ভোগ পোয়াতে হয়েছে দর্শনাবাসীকে। এক প্রকার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রেল ইয়ার্ড চত্বরটি। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের অক্লান্তিক প্রচেষ্টায় অবশেষে দুর্ভোগ দূরীকরণ হচ্ছে। ১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ২৪৪ টাকা ব্যয়ে লোড-আনলোড ইয়ার্ড চত্বরটি আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ইয়ার্ড চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে কাজ করছেন নিরলসভাবে। তার দক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আ.লীগ সভাপতি শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। দেশের মানুষ এখন মহাসুখে বসবাস করছে। বিএনপি-জামায়াতের শাসনামলে দেশের সর্বস্তরের মতো রেল বিভাগেও ছিলো দুর্নীতির আখড়া। এক সময় দর্শনা রেল ইয়ার্ড ছিলো লুটেরাদের দখলে। যে কারণে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিতে শুরু করে এ রুট থেকে। বিএনপি-জামায়াতের ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পাল্টেছে রূপ চিত্র। রেল ইয়ার্ডকে লুটেরা মুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। আমদানি কারক প্রতিষ্ঠানগুলো এ রুটে ভারত থেকে আমদানি শুরু করে ভারতীয় পণ্য। ১৮৬২ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম রেলপথ ফিরে পায় সোনালি ঐতিহ্য।
দর্শনা রেল ইয়ার্ডের আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হলে যেমন পোয়াতে হবে না দুর্ভোগ, তেমনি দর্শনাবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হবে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী (পাকশী) বীরবল ম-লের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রেলওয়ে (পশ্চিম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, প্রকৌশলী হাবিবুর রহমান, শ্যামল কুমার দত্ত, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু। দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, উপজেলা যুবলীগের সহসভাপতি সোলায়মান কবির, সহসম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহসভাপতি মামুন শাহ, দর্শনা পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা রিপন, লোমান, নাজিম, প্রভাত, অপু সরকার প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More