দলীয় প্রার্থী যেই হোক তার পক্ষে কাজ করতে হবে

দর্শনা পৌর উপ-নির্বাচন উপলক্ষ্যে আ.লীগের বর্ধিতসভায় এমপি টগর

দর্শনা অফিস: আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে আ.লীগের দলীয় প্রার্থী নির্ধারণ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দর্শনা পৌর আ.লীগের বর্ধিতসভা। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ধারা ধরে রাখতে হলে সর্বক্ষেত্রে আ.লীগের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। আসন্ন দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দলীয়ভাবে একজনকে মনোনীত করা হবে। ইতোমধ্যে একাধিক প্রার্থী দলীয় প্রার্থিতা পেতে আবেদন জমা দিয়েছেন পৌর আ.লীগের নেতৃবৃন্দের কাছে। আমরা দলকে ভালোবাসি, ভালোবাসি শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাই প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী হিসেবে যাকেই মনোনীত করবেন আমরা হিংসা-বিদ্বেষ ভুলে কাধে-কাধ মিলিয়ে সেই প্রার্থীকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। দলের সিদ্ধান্তের বাইরে কেউ দাঁড়ালে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনে রাখতে হবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ নয়। দর্শনা পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের যুগ্মসম্পাদক গোলাম ফারুক আরিফ। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুর প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আ.লীগ নেতা মোজাহারুল ইসলাম, দাউদ আলী, মোমিনুল ইসলাম, হাজি জয়নাল আবেদীন, বিল্লাল হোসেন, হায়দার আলী, আমির হোসেন, হাজি এরশাদ আলী, আ.রফিক কাবি, আতিয়ার রহমান হাবু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সাবেক ছাত্রলীগ আবু সাঈদ মো. হাসান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More