দলের ভেতর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্যই নেতা নির্বাচিত করা হচ্ছে

গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জাভেদ মাসুদ মিল্টন একাধিক প্রার্থী হওয়ায় ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, জননেতা তারেক রহমানের নির্দেশেই দলের ভেতরে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হচ্ছে। যারা নেতা হবেন তারা জনগণের কাছে যাবেন। জনগণ যাকে নেতা বানাবে সেই হচ্ছে বিএনপির নেতা। ওয়ার্ড পর্যায় থেকে গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলর নির্ধারণ করে তাদের প্রত্যক্ষ ভোটে ইউনিয়ন, উপজেলা, পৌর এবং জেলা পর্যায়ের কমিটি গঠন করা হবে। গতকাল রোববার গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল সকালে রাইপুর ইউনিয়নের কেইবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিবার্ষিক এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলন আয়োজন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর খান ছাতু ও বিএনপি নেতা ইনসারুল হক ইন্সুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ফলাফল গড়ায় ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচিত কাউন্সিলরদের ভোট পর্যন্ত। মোট ৪৫৯জন কাউন্সিলর নিয়ে ভোট গ্রহণ শুরু হয়। প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন নারী পুরুষ কাউন্সিলররা। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন হাড়িয়াদহ গ্রামের রবিউল ইসলাম। সভাপতি পদে আনারস প্রতীকে তিনি ২০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ১৩১ (চেয়ার) এবং হাসিবুল ইসলাম (ছাতা) পেয়েছেন ৯৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এলাঙ্গি গ্রামের জাফর আলী। ফুটবল প্রতীকে তিনি ২২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একামাত্র প্রতিদ্বন্দ্বী আশিকুল ইসলাম (মোরগ) প্রতীকে পেয়েছেন ২০৯ ভোট। মোট ৪৫৯জন কাউন্সিলরের মধ্যে ৪৩৮জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রসঙ্গত, গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের ১০টি ইউনিটে বিএনপির সম্মেলন সম্পন্ন করার জন্য ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নত্র গ্রহণ ও জমাদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। সম্মেলন প্রস্তুত কমিটি তফসিল ঘোষণা করে দেশের যেকোন সাধারণ নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করে এ সম্মেলনের কার্যক্রম সম্পন্ন করছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More