দামুডহুদার কার্পাসডাঙ্গায় এক বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ 

স্টাফ রিপোর্টার: দামুড়দার কার্পাসডাঙ্গা বাজারে ইমন নামে এক বখাটের বিরুদ্ধে প্রাণ কোম্পানির সেলসম্যান মাহফুজুর রহমান বিপ্লব (২৬) নামে এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গা জনতা ব্যাংক শাখা সম্মুখে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে দামুডহুদা (চিৎলা) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। এদিকে গুরুতর জখম মাহফুজুর রহমান বিপ্লব বাদি হয়ে ইমন (২৫) ও ইমনের পিতা মিজানুর রহমান মজনুর (৫৫) বিরুদ্ধে দামুডহুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ বলা হয় ইমন কার্পাসডাঙ্গা মাছ বাজারে চায়ের দোকানের সাথে ভ্যারাইটিজ মালামাল বিক্রি করেন। তিনি প্রাণ কোম্পানির কিছু আইটেম আমার নিকট থেকে ক্রয় করেন। তার লেনদেন ভালো না হওয়ায় আমরা মালামাল গুলো ফেরত চায়। মালামাল ফেরত চাইলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালি করেন। আমি প্রতিবাদ করায় তার চায়ের দোকানে থাকা লোহার রড় দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আমার কাছে থাকা ৫৫৩০০ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদি থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More