নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের যুবকেরা ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর ভৈরব নদের নতুন পানিতে সবার আগে নৌকা ভ্রমণ পিকনিকে মেতে ওঠে। তাদের বিশ্বাস, এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং পূর্বপুরুষদের স্মৃতি ও গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার একটি সুন্দর উপায়। কানাইডাঙ্গা গ্রামের কয়েকজন তরুণ জানান, বাপ-দাদাদের কাছ থেকে শোনা গল্পে জেনেছি আগে ভৈরব নদীতে পানি বাড়লেই গ্রামবাসী নৌকা ভ্রমণে যেত। তবে নদীর নব্যতা হারিয়ে যাওয়ার পর দীর্ঘদিন এ আয়োজন বন্ধ ছিল। সম্প্রতি নদীটি খননের পর সারা বছরই পানিতে ভরা থাকায় আবার শুরু হয়েছে নৌকা ভ্রমণের এই আনন্দঘন আয়োজন। গতকাল শনিবার সকালে নৌকা ভ্রমণে যাওয়ার সময় মুন্না ও জাহিদ হাসান নামের দুই যুবক জানান, আমাদের এলাকায় নৌকা নেই, মাত্র একটি নৌকা আছে যা একদিনের জন্য ভাড়া নিতে হয় প্রায় ১৫ হাজার টাকায়। আবার আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে সাউন্ড সিস্টেম ভাড়া করতে হয় ১০-১২ হাজার টাকায়। তাই বন্ধুদের সবাই মিলে চাঁদা তুলে বছর এ আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, সকাল থেকেই যুবকেরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়ে। গানের তালে তালে নাচ, মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ আর বাছাই করা স্থানে খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে দিন কাটে তাদের। সন্ধ্যায় ভ্রমণ শেষে সবাই ফিরেও আসে একগুচ্ছ আনন্দময় স্মৃতি নিয়ে।
পূর্ববর্তী পোস্ট
জুলাই সনদ চূড়ান্তে ভিন্নমত : বিএনপি জামায়াত ও এনসিপির আপত্তি কোথায়
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.