দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিজিবি পরিচয়ে ফলের দোকানে চাঁদা দাবি কুড়ুলগাছির আলমগীরকে উত্তম মধ্যম শেষে পুলিশে দিলো স্থানীয়রা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজমোড়ে আশরাফুল ইসলামের ফলের দোকানে ভুয়া বিজিবির পরিচয়ে চাঁদাদাবি করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন বহু অপকর্মের হোতা কুড়ালগাছি গ্রামের আলমগীর হোসেন (৩৮)। অবশেষে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ভুয়া বিজিবির পরিচয় দানকারী আলমগীর হোসেনকে। এই আলমগীর হোসেন দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের নুহু নবীর ছেলে।।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ের আশরাফুল ইসলামের ফলের দোকানে এসে কুড়ালগাছির আলমগীর হোসেন সহ আরো এক ব্যক্তি ভুয়া বিজিবির সদস্য পরিচয় দিয়ে ৪হাজার টাকা চাঁদা দাবি করেন। ফলের দোকানদার তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খারাপ আচরণ করেন তারা। এ সময় তাদের কথা বার্তায় অসংগতি মনে হলে স্থানীয়দের ডাকেন ফলের দোকানদার। ওই সময় অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে গেলেও আলমগীর হোসেনকে ধরে ফেলে স্থানীয়রা। ফলের দোকানের পাশে থাকা দুজন বিজিবির সদস্যকে ডেকে তার পরিচয় শনাক্ত করতে চাই স্থানীয়রা। বিজিবির সদস্যরা বলেন-সে তাদের সদস্য না। এ সময় উত্তম মধ্যমের পর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে দামুড়হুদা মডেল থানায় নেয়া হয়। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, আলমগীর হোসেন নামের একজন কে ফলের দোকানে চাঁদাদাবির অভিযোগে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, আটককৃত ভুয়া বিজিবির পরিচয়দানকারী আলমগীর হোসেন ইতোপূর্বে ২০২২সালে সীমান্তবর্তী ঠাকুরপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবির মামলায় ও দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ একাধিক গ্রেফতার হয়েছেন। সে দীর্ঘদিন যাবত কখনো পুলিশ, কখনো ডিবি পুলিশ আবার কখনো বিজিবির সদস্য, কখনো ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন।
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বিজিবি পরিচয়ে ফলের দোকানে চাঁদা দাবি
কুড়ুলগাছির আলমগীরকে উত্তম মধ্যম শেষে পুলিশে দিলো স্থানীয়রা
স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজমোড়ে আশরাফুল ইসলামের ফলের দোকানে ভুয়া বিজিবির পরিচয়ে চাঁদাদাবি করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন বহু অপকর্মের হোতা কুড়ালগাছি গ্রামের আলমগীর হোসেন (৩৮)। অবশেষে স্থানীয়রা উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ভুয়া বিজিবির পরিচয় দানকারী আলমগীর হোসেনকে। এই আলমগীর হোসেন দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের নুহু নবীর ছেলে।।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের ব্রিজ মোড়ের আশরাফুল ইসলামের ফলের দোকানে এসে কুড়ালগাছির আলমগীর হোসেন সহ আরো এক ব্যক্তি ভুয়া বিজিবির সদস্য পরিচয় দিয়ে ৪হাজার টাকা চাঁদা দাবি করেন। ফলের দোকানদার তাদেরকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খারাপ আচরণ করেন তারা। এ সময় তাদের কথা বার্তায় অসংগতি মনে হলে স্থানীয়দের ডাকেন ফলের দোকানদার। ওই সময় অজ্ঞাত এক ব্যক্তি পালিয়ে গেলেও আলমগীর হোসেনকে ধরে ফেলে স্থানীয়রা। ফলের দোকানের পাশে থাকা দুজন বিজিবির সদস্যকে ডেকে তার পরিচয় শনাক্ত করতে চাই স্থানীয়রা। বিজিবির সদস্যরা বলেন-সে তাদের সদস্য না। এ সময় উত্তম মধ্যমের পর কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে দামুড়হুদা মডেল থানায় নেয়া হয়। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, আলমগীর হোসেন নামের একজন কে ফলের দোকানে চাঁদাদাবির অভিযোগে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, আটককৃত ভুয়া বিজিবির পরিচয়দানকারী আলমগীর হোসেন ইতোপূর্বে ২০২২সালে সীমান্তবর্তী ঠাকুরপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবির মামলায় ও দর্শনা থানা পুলিশের হাতে ইয়াবাসহ একাধিক গ্রেফতার হয়েছেন। সে দীর্ঘদিন যাবত কখনো পুলিশ, কখনো ডিবি পুলিশ আবার কখনো বিজিবির সদস্য, কখনো ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More