ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সামসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইউনুস আলী, হাউলী ইউনিয়ন সভাপতি নুর হাকিম, নাটুদা ইউনিয়ন সভাপতি হাবিবুর, দামুড়হুদা সভাপতি আজিজুল, দামুড়হুদা ইউনিয়ন আমির আবুল কাশেম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজমুল হোসেন।
পূর্ববর্তী পোস্ট
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ ও কীটনাশক উদ্ধার
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.