দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কুড়–লগাছি বিট পুলিশিংয়ের ইনচার্জ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ওসি মো. মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য উপজেলার থানাধীন প্রত্যেকটি ইউনিয়নে বিট পুলিশিং কাজ করছে। ঠিক তেমনি কুড়–লগাছি ইউনিয়নে বিট পুলিশিং সেবা চালু আছে। এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে থানায় যেতে হয় না। ইউনিয়নেই বিট পুলিশ সেবা পাচ্ছেন। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবেন। এতে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। এসময় উপস্থিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের উদ্দেশে তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় কুড়–লগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু বলেন, বিট পুলিশিং হওয়ায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশি সেবা পাচ্ছেন। গ্রাম্য আদালত পরিচালনা করার ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, কিন্তু বিট পুলিশিংয়ের মাধ্যমে খুব সহজেই নিরসন হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বাহার, ছিদ্দিক, রেজু, লিয়াকত আলী, জলিল, মিজানুর রহমান, জুলু, আশাসহ শিক্ষক, সুধীসমাজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার কুড়ুলগাছি প্রতিনিধি মো. হাসমত আলী।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More