দামুড়হুদার চন্দ্রবাসে সড়ক দূঘটনা জামায়াতের ইউনিয়ন সেক্রেটারীসহ আহত ৩ “দেখতে হাসপাতালে ছুটে আসলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন
স্টাফ রিপোর্টার : দামুড়হুদার চন্দ্রবাসে সাংগাঠনিক কাজে যাওয়ার যাওয়ার সময় কানাইডাঙ্গা টু চন্দ্রবাস সড়কের পাশে কবরস্থান তেঁতুলতলা নামক স্থানে ইজিবাইক, মটর সাইকেল ও অবৈধ যান পাওয়ার ট্রিলারের সাথে ত্রিমূখী সংঘর্ষে নাটুদহ ইউনিয়ন জামায়াতেইসলামী আমীর রফিকুল ইসলাম, দায়িত্বশীল কর্মী আমিরুল ইসলামসহ ইজিবাইকের একজন অজ্ঞাত যাত্রী গুরতর জখম হয়েছে।স্থানীয় লোকজনের মাধ্যমে আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহত নাটুদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী রফিকুল ইসলাম (৩৫) উপজেলার কুনিয়া গ্রামের পশ্চিম পাড়ার মৃত জমির উদ্দিনের ছেলে ও আহত দায়িত্বশীল কর্মী আমিরুল ইসলাম একই গ্রামের পূর্ব পাড়ার শাহানুর রহমানের ছেলে। চন্দ্রবাস গ্রামের নাম পরিচয় না জানা অজ্ঞাত ইজি বাইকের যাত্রী গুরুতর আহত হওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে উপস্থিত লোকজন জানিয়েছেন।
এঘটনায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা – ২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ রুহুল আমিন এসময় তিনি আহতদের চিকিৎসার খোজখবর নেন ও পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সুস্থ না হওয়া পর্যন্ত সার্বক্ষনিক আহতদের পাশে থাকার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারী জেনারেল আবেদ উদ দৌলা টিটন, সহকারী সেক্রেটারী জেনারেল আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, নাটুদহ ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমীর শামসুজোহা,
উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি হাফেজ আব্দুল খালেক।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, নাটুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রফিকুল ইসলাম ও তাঁর তার সফর সঙ্গী আমিরুল ইসলাম দলের সাংগঠনিক কাজে মটর সাইকেল যোগে আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় একই ইউনিয়ের চন্দ্রবাস গ্রামে যাচ্ছিলেন,
পতিমধ্যে কানাডাঙ্গা টু চন্দ্রবাস সড়কের পাশে কবরস্থান তেঁতুলতলা পৌছলে ইজিবাইক ও পাওয়ার ট্রিলার সাথে তাদের মুখামুখি সংঘর্ষ হয়। এ ঘটনা রফিকুল ইসলামের হাত ও মুখমন্ডল গুরতর জখম হয় ও আমিরুল ইসলামের ডান পা ভেঙে যায় এবং অজ্ঞাত একজন ইজিবাইকের যাত্রীর দুই পা ভেঙ্গে গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
এ ঘটনায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন দূঘটনার স্বীকার আমরা দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতপাতালে ভর্তি রাখা হয়েছে। এদের একজনের ডান পা ভেঙ্গে গেছে ও অপর জন হাত ও মূখ মন্ডলে গুরতর আঘাত পেয়েছে। বর্তমানে তারা আশংকা মুক্ত। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে পরবর্তীতে জানানো হবে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন প্রতিবেদককে বলেন এঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত আমাকে কেউ কোন তথ্য দেয়নি, আপনার মাধ্যমে জানলাম আমি এখনই আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে খোজখবর নিচ্ছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.