দামুড়হুদার দুধপাতিলার যমুনা ইটভাটা থেকে টাকা ও ইট নেয়াদের নাম প্রকাশ করলেন ভুক্তভোগী ও স্থানীয়রা

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার দুধপাতিলার যমুনা ইটভাটা থেকে নগদ ৩০ হাজার টাকা ও এক ট্রাক্টর ইট নেয়ার ঘটনায় তাদের নাম প্রকাশ করেছেন ভুক্ত ও স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগী ভাটামালিকের ভাগ্নে আব্দুর রাজ্জাক, ট্রাক্টর ড্রাইভার মঙ্গলসহ স্থানীয়রা সেই কতিপয় যুবদলের নেতাকর্মীদের নাম প্রকাশ করেছেন। তারা অভিযোগ করে বলেন, জেলা যুবদলের নেতা পরিচয় দিয়ে আজিজুল, শিপুল, সুমন, জাহিন ও দর্শনা থানা যুবদল নেতা পরিচয় দিয়ে সামাউল, পৌর ছাত্রদল নেতা পরিচয় দিয়ে জাকির ট্রাক্টর ভর্তি ইট নেন। অভিযোগ করা হয়; ভাটা থেকে ইট নিয়ে কাতলামারী মাঠে পৌছুলে উল্লেখিত অভিযুক্তরা ইট বোঝায় ট্রাক্টরটি আবার ভাটায় ফিরিয়ে নিয়ে নগদ টাকা দাবি করেন। অভিযোগ উঠে লক্ষাধিক টাকা না দিলে যমুনা ভাটা থেকে ইট তুলতে দেয়া হবে না। বিষয়টি জানান, ওই ভাটা মালিক মোস্তাফিজুর রহমানের ভাগ্নে আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, এই গ্রামের ছেলে যুবদল সমর্থক সাগর মামার সহযোগিতায় টাকা পয়সা মিটিয়ে দিয়েছি। এখনো কিছু টাকা দাবি করছে। এ বিষয়ে দুধপতিলা গ্রামের যুবদল সমর্থক সাগর বলেন, আমি যখন শুনলাম এই ঘটনাটি সাথে সাথে আমার গ্রাম যেহেতু এটা, তাই আমি ঘটনাস্থল ভাটায় চলে আসি এবং আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে যুবদল নেতাকর্মীদের সাথে ঝামেলা মিটিয়ে দেয়। এদিকে, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব মো. জালাল উদ্দীন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রথম পৃষ্ঠায় জেলা যুবদলের দামুড়হুদার দুধপালিতার যমুনা ইটভাটার ঘটনা ভিন্নদিকে মোড়, জেলা যুবদলের নাম করে নগদ টাকা ও এক ট্রাক্টর ইট নিলো কারা, শিরোনামে প্রকাশিত সঠিক নয়। তিনি উল্লেখ্য করেন তদন্তমতে দর্শনা পৌর যুবদলের আহ্বায়ক কমিটির কোনো নেতা-কর্মীরা উক্ত কাজের সহিত সম্পৃক্ততা খুঁজে পায়নি। আমি এই মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তি এবং তাদের নাম প্রকাশের আহ্বান জানাচ্ছি। তদন্তে যদি কোনো নেতা-কর্মী দোষী প্রমাণিত হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More