দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় জেলা বিএনপির সভাপতি বাবু খান বিএনপির বড় শক্তি হচ্ছে দলের কোটি কোটি নীরব সমর্থক

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেছেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে পথসভায় ঢল নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকের।
দামুড়হুদা ও কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নাটুদহ ইউনিয়নের চারুলিয়া, বোয়ালমারি, জগন্নাথপুর, চন্দ্রবাস, ছাতিয়ানতলা ও কুনিয়া গ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম খানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী বাশার বাবু, সাধারণ সম্পাদক ওসমান গনি বিশ্বাস, যুগ্ম সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দামুড়হুদা উপজেলা মহিলাদলের সভাপতি ছালমা জাহান পারুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার আকরাম হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছেন, তার চেয়ে বড় শক্তি এই দলের কোটি কোটি নীরব সমর্থক। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে আবারও ক্ষমতায় দেখতে চান, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। একটি সুন্দর নির্বাচন হবে। তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আমাদের নেতাকর্মীদের তাদের মন জয় করতে হবে। তাদের প্রতি সম্মান দেখা হবে। তাদের ভোট কেন্দ্রে আনতে হবে। সাধারণ মানুষের চাহিদা বিএনপির নেতাকর্মী যেন তাদের সম্মান করে। সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের বিপদে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।
বাবু খান বলেন, দেশের সংস্কারের জন্য ও একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। প্রতিদিন একটি করে দফা আমরা প্রচার করছি। নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমাদের ঈমাদারি দায়িত্ব হচ্ছে তার জন্য কাজ করা। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে একসাথে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমরা ঋণী। বিগত সরকারের অমানবিক নির্যাতন সহ্য করেও তিনি দেশ ছেড়ে, আমাদের ছেড়ে চলে যান নি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More