দামুড়হুদার নাটুদায় প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদার দাবিতে চিঠি : না দিলে খুনের হুমকি
নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার গচিয়ারপাড়ায় দিনদুপুরে এক প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রীর হাতে এক লাখ টাকা চাঁদা দাবি করে ভয়ঙ্কর হুমকি ও চিঠি ধরিয়ে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গচিয়ারপাড়ার নস্কোর আলীর ছেলে প্রবাসী মমিন মিয়ার স্ত্রী আরিফা খাতুন গতকাল সোমবার দুপুরে বাড়িতে একা ছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির পেছনের দেয়াল টপকে ঢুকে রান্নাঘরের পাশে লুকিয়ে ছিলো। ঘর থেকে বের হতেই পেছন থেকে সন্ত্রাসী তাকে ধরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করে এবং হুমকি দেয়, এক লাখ টাকা না দিলে তোকে লাশ বানাবো। একপর্যায়ে চিঠিও ধরিয়ে দেয় হামলাকারী। কথা কাটাকাটির সময় আরিফা খাতুনকে আঘাত করে ধারালো অস্ত্রের উল্টাপিট দিয়ে। আরিফা খাতুন বলেন, গত কয়েকদিন ধরে বাড়ির আশপাশে সন্দেহভাজন লোকজন ঘোরাফেরা করছিল। এমন সন্দেহ হলে বাড়িটি সিসি ক্যামেরা দেয়া হলে সেটাও রাতের আধারে ভেঙে দিয়ে যায়। আজ সত্যিই সে আমাকে মেরে ফেলতে এসেছিল। আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এর মধ্যে সন্ত্রাসী পালিয়ে যায়। এ সময় হামলাকারী বাড়ির টিনের দরজাও কুপিয়ে ক্ষতি করে দিয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে নাটুদা পুলিশ ফাঁড়ির এএসআই হাসিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তিনি জানান, লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিবেশীরা জানান, এ ঘটনায় পুরো পাড়া-মহল্লায় আতঙ্ক বিরাজ করছে। আরও বলেন প্রবাসী মমিন মিয়ার স্ত্রী আরিফা খাতুন একজন ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ। কারও সঙ্গে ঝামেলায় জড়ান না। আমরা আগেও চিঠি ও হুমকির বিষয়টি শুনেছি, তবে আজকের ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়েছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.