দামুড়হুদার নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের তোড়জোড়: ভাঙ্গা হচ্ছে ৮০ দশকে নির্মিত পুরাতন ভবন
নাটুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ৮০ দশকে নির্মিত পুরনো ভবনটি দীর্ঘদিন ধরে ল্যাব ও কম্পিউটার রুম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ, অরক্ষিত থাকায় সম্প্রতি ভবনটি ভেঙে ১তলা বিশিষ্ট আধুনিক নতুন ভবন নির্মাণে হাত দিয়েছে। যার ব্যয় মূল্য ধরা হয়েছে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল রবিবার দুপুরে বিদ্যালয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে চলছে ভবন ভাঙার কাজ। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আনন্দিত। স্থানীয়রা মনে করছেন, নতুন ছাদের নিচে শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনায় মন বসাতে পারবে। বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি ভবন নির্মাণের স্থান নির্ধারণ করে জানান, ছেলে-মেয়েদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। বিদ্যালয়ের পরিবেশ আধুনিক ও উন্নত করার দিকেই আমরা এগোচ্ছি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মুখেও আনন্দের ছাপ। দীর্ঘদিনের অবহেলিত এ প্রতিষ্ঠান নতুনরূপে গড়ে উঠলে এলাকায় শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলেই আশা করছেন সকলে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.