দামুড়হুদায় উন্নয়ন কাজের উদ্বোধনকালে আলী আজগার টগর এমপি

আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার পাটাচোরা, চিৎলা, কুনিয়া-চাঁদপুর ও পারকৃষ্ণপুর এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে ২টি ব্রিজ নির্মাণ ও ২টি রাস্তার উন্নয়ন কাজ। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংদস সদস্য আলী আজগার টগর। প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে পার-দামুড়হুদা হতে কার্পাসডাঙ্গা পর্যন্ত পাটাচোরা ব্রিজ, প্রায় ৭ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে কুনিয়া-চাদপুর ব্রিজ, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে দামুড়হুদার চিৎলা মোড় থেকে ভগিরথপুর রাস্তা এবং প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পারকৃষ্ণপুর থেকে কার্পাসডাঙ্গা ভায়া বুইচিতলার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। নিজ নির্বাচনী এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমান সরকার দেশে যে উন্নয়ন করেছে তা ইতিহাসে বিরল। এক যুগ আগেও দামুড়হুদা এলাকার রাস্তাগুলোর ওপর দিয়ে যাওয়া যেতো না। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিলো। ক্ষমতায় আসার পর থেকে দামুড়হুদা এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আজ ব্রিজ নির্মাণ ও রাস্তার কাজের উন্নয়নের মধ্যদিয়ে আপনাদের দীর্ঘদিনের কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়েছে। নির্মাণ করা হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্রিজ, কালভার্ট-সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় বেড়েছে ব্যবসা বাণিজ্য। বিএনপি জামায়াতের সময় দেশে কোন উন্নয়ন হয়নি। হয়নি মসজিদ নির্মাণ। প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন একমাত্র আওয়ামী লীগ সরকারকেই করতে দেখা গেছে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী অমিতাব সানা, দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সভাপতি শরিফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদির, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More