দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩ টার সময় দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের আয়োজনে এই জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলোয়ারদের মধ্যে জার্সি উন্মোচন ও বিতরণ করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও “ওরা বন্ধু সংঘ” ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুরশেদ বীন ফয়সাল।
এসময় তিনি বলেন, এই জার্সি শুধু একটি পোশাক নয়, এটি একটি দলের তথা প্লেয়ারদের লড়াই, একতা ও স্বপ্নের প্রতীক। কারণ এই জার্সিতেই মিশে আছে কঠিন পরিশ্রম,বিজয়ের সংকল্প। বিজয়ের লক্ষ্যে প্রতিটি খেলোয়াড় যখন মাঠে জার্সি পরিহিত অবস্থায় নামেন ভক্তদের আবেগ আর ভালোবাসা প্রকাশ পাই । তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি এই জার্সি শুধু জয়ের কথা বলবে না বরং একজন খেলোয়াড়কে মনে করিয়ে দিবে তার দায়িত্ব ও ঐক্যের কথা। একই সময় তিনি দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, দামুড়হুদা টাইগার্স ক্রিকেট দলের ম্যানেজার রাসেল আহম্মেদ, অধিনায়ক আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী আব্দুল হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন শাহীন, রাজন, সাদিকুল, রাফি, সেতু, মিঠুসহ খেলোয়াড় বৃন্দ।।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.