স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ইউনিয়ন কর্মপরিষদ ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার দারুস সুন্নাহ দাখিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জেলা আমির রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, নিরাপত্তার নিশ্চয়তা দেবে জামায়াত। মানবতার কল্যাণ সাধনে জামায়াত সচেষ্ট থাকবে। তিনি আরও বলেছেন, নতুন বাংলায় বৈষম্যের ঠাই নেই। দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলার উপস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের ও জেলা কোরআন প্রশিক্ষণ বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আব্দুল গফুর ও যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক। এদিকে সকাল ৯টায় জেলা কার্যালয়ে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির রুহুল আমিন। তিনি বলেন, চলমান কৃত্রিম সার সঙ্কটের কারণ উদঘাটন করতে হবে। উপজেলা-থানা সদরের কৃষক ভাইদের সাথে নিয়ে চলতি আমন মরসুমে ন্যায্য মূল্যে সার সরবরাহে নিশ্চিত করনের দাবি এবং সিন্ডিকেটের মাধ্যমে অতি মুনাফা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সার, বীজ, কীটনাশকসহ কৃষিপণ্যের মূল্য কৃষক ভাইদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাতে হবে। নিজের বাড়িতে, সামাজিক প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ ও বিতরণ করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাফিজুর রহমান, জেলা সহ-সভাপতি আব্দুর রউফ, আব্দুস সালাম, জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ। আলমডাঙ্গা উপজেলা, পৌর শাখা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলা, চুয়াডাঙ্গা পৌর শাখা, দামুড়হুদা উপজেলা ও দর্শনা থানা শাখা সমূহের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সকাল সাড়ে ৭টায় গুলশানপাড়ার রাশেদ আল আছলি মসজিদের দ্বিতীয় তলায় জামায়াতের পেশাজীবী সংগঠনের আয়োজনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন ও পরিচালনা করেন হোমিওপ্যাথী এসোসিয়েশনের সভাপতি ডা. রফিকুল ইসলাম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.