দামুড়হুদা প্রতিনিধি: দিনেদুপুরে দামুড়হুদা বাজারপাড়া থেকে ইজিবাইকযোগে ছাগল চুরি করে পালানোর সময় দু’জন ছাগল চোরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে উত্তেজিত জনগণ। এ সময় চুরিকৃত একটি কালো রঙের খাসি ছাগলসহ ব্যাটারি চালিত একটি ইজিবাইক জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল শনিবার দপুর দেড়টার দিকে দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আকিব আহম্মেদের একটি কালো রঙের খাসি ছাগল চুরি করে ইজিবাইকযোগে দুই চোর চুয়াডাঙ্গা অভিমুখে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে ব্রাক মোড়ে গতিরোধ করে। এ সময় ছাগল চোরদের উত্তম মধ্যম গণধোলাইয়ের পর দামুড়হুদা মডেল থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছাগল চোরদ্বয় হলো দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে আনারুল ইসলাম (২৫) ও চুয়াডাঙ্গা সদরের হাটকালুগঞ্জ পাড়ার মৃত ওয়াজেদ আলী শেখের ছেলে পিনু শেখ (৩৮)। এ ঘটনায় চুরি হওয়া ছাগলের মালিক আকিব আহম্মেদ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ছাগল চোরদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.