দামুড়হুদায় বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত পরশু শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের কালাম কোচিং সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনের সভাপত্বিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান। প্রধান অতিথি বলেন, আমি জেনেছি দামুড়হুদা উপজেলা শুভসংঘ দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের সেবমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এবার নারীদের সাবলম্বী করার লক্ষ্যে দামুড়হুদায় এমন উদ্যোগ নেয়ায় দেশের সর্ববৃহত প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপসহ উপজেলা শুভসংঘকে ধন্যবাদ জানায়। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্যেশে বলেন, এই প্রশিক্ষণ শেষে সেলাইমেশিন পেয়ে বাড়ি বসে কাজ করলে নিজেদের কাজের অর্থ বেচে যাবে। তেমনই প্রতিবেশীদের সেলাইয়ের কাজ করে বাড়তি আয়ের উৎস সৃষ্টি হবে। এতে করে সংসারে সচ্ছলতা আসবে। প্রশিক্ষণার্থী দশম শ্রেণির ছাত্রীর বাবা প্রতিবন্ধী চা দোকানি বিশারত আলি (৪৫) বলেন, তার মেজ মেয়ে ৫ম শ্রেণিতে পড়ে। তার ছোট মেয়েটা মাদরাসায় পড়ে। ছোটটার বয়স ৬ বছর। সে বাড়িতে থাকে। এই দোকান চালিয়ে মেয়েদের পড়াশোনা করাতে পারছি না। বড় মেয়ে সেলাই শিখে একটি মেসিন পেলে সে লেখাপড়ার পাশাপশি বাড়ি বসে সেলাইয়ের কাজ করে নিজেরসহ আমার অন্য মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারবে। এতে আমার অনেক উপকার হবে। যারা আমার মেয়েকে এই কাজ শিখিয়ে সেলাইমেশিন দিবে আমি নামাজ পড়ে সব সময় তাদের জন্য দোয়া করব। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শুভসংঘের সহসভাপতি হাজি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন। এ সময় উপস্থিত ছিলেন, শুভসংঘের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সাংগাঠনিক সম্পাদক আবু বক্কর মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজালার বাবু, অর্থ সম্পাদক নওশাদ আলি, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সদস্য সাখাওয়াত হোসেন, আক্তারুজ্জামান বাবু, মোহাম্মদ আলী প্রমুখ। একজন দক্ষ অভিজ্ঞ সেলাই প্রশিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। দুস্থ অসহায় অস্বচ্ছল ২০ জন নারী ও দরিদ্র ছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসকল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগে ওই প্রশিক্ষণ করানো হচ্ছে। তিন মাসের এ প্রশিক্ষণে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ক্লাস চলবে।
প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষর্থীকে একটি করে বিনামূল্যে সেলাইমেশিন সরবরাহ করা হবে। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন, শুভসংঘের সহসম্পাদক আবুল কালাম মাস্টার।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More