দামুড়হুদায় মাসিকসভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলায় চুরি, মাদকের ভয়াবহ অপব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা করেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার (ওসি) শহীদ তিতুমীর, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী, সহকারী সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটনসহ উপজেলার বিজিবির বিভিন্ন ক্যাম্প কোম্পানির কমান্ডারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ প্রমুখ। সভায় বক্তারা দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে চুরি, বাজারের দোকানপাশারীতে হঠাৎ চুরির ঘটনা বেড়ে যাওয়া, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমিতে চাষকৃত কৃষকের ফলন্ত ফসল কেটে দেয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়ে যাওয়ায় পুলিশ এবং বিজিবির আইন-শৃঙ্খলা রক্ষার ভূমিকা নিয়ে বক্তাগণ অসন্তোষ প্রকাশ করে কঠোর সমালোচনা করেন। উপরোক্ত সমস্যাবলী সমাধানকল্পে করণীয় সম্পর্কে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More