দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প.প. কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নায়েব আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ূন কবির, দর্শনা থানার সেকেন্ড অফিসার এসআই অনুপ কুমার ঘোষ, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.