দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসার জন্য ১১ লাখ টাকার চিকিৎসা সামগ্রী বিতরণ

দামুড়হুদা অফিস: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কারিগরি সহায়তায় কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৪টি অক্সিজেন সিলিন্ডার, ২১ পাল্স অক্সিলেটর ১০টি বেড, মাস্কসহ ১১ লাখ ৪ হাজার ৪৬০ টাকার বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফারহানা ওয়াহিদের নিকট বুঝিয়ে দেন প্রধান অতিথি। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, দামুড়হুদা সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফসহ দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুনন্নবীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একই প্রকল্পের সহয়তায় ১২ লাখ ৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়, কুড়–লগাছি মাধ্যমিক বিদ্যালয়, মুক্তারপুর মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, তালসারি মাধ্যমিক বিদ্যালয়, উম্বাত বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়, সদাবরী মাধ্যমিক বিদ্যালয়, কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়, জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০ সেট বেঞ্চ প্রধান শিক্ষকদের বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More