দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান

চুয়াডাঙ্গা-মেহেরপুরে হজ যাত্রীদের একদিনের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, পবিত্র হজের প্রশিক্ষণে কিছু নির্দেশনা পেলেন। কিছু কিছু দরিদ্র দেশের মানুষের জন্য সৌদি আরবে বদনাম হয়। এটা আমাদের জন্য লজ্জার না। অমরা স্মার্টলি করবো। আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করবো। সৌদি আরবে যাবার সময়ে বিমানের টয়লেট কিভাবে ব্যবহার করতে হয় এবং সৌদি আরবে হোটেলে থাকাকালীন কিভাবে কমোড ব্যবহার করতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ কেউ করবো না। হজ পালনে সকল হাজিদের সুস্থতা কামনা করছি ও পবিত্র হজ কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হাজিদের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেটে বলা হয়েছে, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে সম্পন্ন করে রিপোর্টসহ টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে মেনিনজাইটিস ও ইন্ফ্লুয়েঞ্জা টিকা সংবলিত স্বাস্থ্য সনদ গ্রহণ করতে হবে। একজন হজযাত্রী সর্বোচ্চ ৪৬ কেজি (২৩+২৩) ওজনের ২টি ট্রলি ব্যাগ ও একটি হ্যান্ড ব্যাগ সর্বোচ্চ ৭ কেজি সঙ্গে নিতে পারবেন। সরকারি মাধ্যমের হজযাত্রীগণ খাবার বাবদ তমপক্ষে ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল সঙ্গে নিবেন। সৌদি সরকারের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশা জাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দ্দা, গুল, শুটকি, গুড়, রান্না করা খাবার, পচনশীল দ্রব্যাদি ইত্যাদি বহন করা নিষিদ্ধ করা হয়েছে। হজযাত্রী কুরবানি বাবদ আনুমানিক ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিবেন এবং নিজ দায়িত্বে কুরবানি করবেন। এজন্য সৌদি সরকার কর্তৃক ঘোষিত নির্দিষ্ট ব্যাংকে অর্থ জমা প্রদান করা যাবে। সৌদি আরবে হজযাত্রীকে নুসাক কার্ড, পরিচয়পত্র, মোয়াল্লেম কার্ড ও হোটেলের কার্ড সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। হজের সফরে মৃত্যুবরণকারী হজযাত্রীর লাশ সৌদি কর্তৃপক্ষ সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সৌদি আরবে দাফন করেন। এ বিষয়ে মৃতের পরিবার/স্বজনদের আপত্তি উত্থাপনের কোনো সুযোগ নেই। হজ শেষে মৃত্যুসনদ হজ অফিস, ঢাকার মাধ্যমে মৃতের পরিবার/ ওয়ারিশ/বৈধ প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে। হজ হতে প্রত্যাগমনকালে বাংলাদেশের এয়ারপোর্ট হতে ৫ লিটারের ১ বোতল জমজম পানি সরবরাহ করা হবে। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হজ প্রশিক্ষণে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন ও কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় ২০২৫ সালে পবিত্র হজ পালনে মোট ২৬৬জন নারী-পুরুষ সৌদি আরব গমন করবেন। এরমধ্যে নারী রয়েছে ৮৯জন। সরকারিভাবে ১০জন ও বেসরকারিভাবে হজ পালনে যাচ্ছেন ২৫৬জন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ এবং কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা ওয়ালিউল্লাহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আব্দুল করিম এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল হামিদ। প্রশিক্ষণে মেহেরপুর জেলার মোট ১৯০জন হজ যাত্রীর মধ্যে ১৫২জন অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More