দামুড়হুদা প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পদক-২০২৫ এ ভূষিত হয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকাস্থ হোটেল অর্নেট থ্রি-স্টারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক পদক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। একুশে স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম। একুশে স্মৃতি সংসদের সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মনোহরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের আলোচনাসভা ও পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একুশে স্মৃতি সংসদের সহ-সভাপতি সারলোর কবি শাহ আলম চুন্নু। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এবিএম লিটন। দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির জানান, একুশে স্মৃতি সংসদের মহতী উদ্যোগে আমাকে একুশে স্মৃতি পদকে ভূষিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভাষা আন্দোলনে আমার মায়ের ভাষা; বাংলার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি। আমার এই অর্জন সকল শহীদসহ আমার প্রাণপ্রিয় দামুড়হুদা উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করলাম।
পূর্ববর্তী পোস্ট
ভালাইপুর বিএনপির মতবিনিময়সভায় আ.লীগের দোসররা ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করলে প্রতিহত করার আহ্বান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.