পৌরকর খেলাপী গ্রাহকদের বিরুদ্ধে অভিযানে চুয়াডাঙ্গা পৌরসভা 

স্টাফ রিপোর্টার: খেলাপী গ্রাহকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে চুয়াডাঙ্গা পৌরসভা। গত দুইদিন থেকে মহল্লার প্রতিটি ওয়ার্ডে খেলাপী গ্রাহকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, পৌরসভার আয়ের প্রধান উৎস পৌরকর। বর্তমান পরিষদ দায়িত্ব নেয়ার পর থেকে বকেয়া পৌরকর আদায়ের জন্য নানাভাবে খেলাপীদের মোটিভেট করে আসছে। তারই ধারাবাহিকতায় কর আদায়ের জন্য খেলাপীদের নামে নোটিশ প্রদান করা হয়। পরে শহরে কর আদায়ের জন্য মাইকিং করা হয়। এরপরও যেসব করদাতা কর প্রদান করেনি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার বেলা ১১ টায় পৌরসভার সচিব এস এম রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করেন। তারা দুইজন খেলাপীদের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকার কর আদায় করেন। অনেক খেলাপি সময়ের আবেদন করেন। সচিব এস এম রেজাউল করিম বলেন, ৯টি ওয়ার্ডের এক হাজার ব্যক্তি খেলাপীর তালিকায় রয়েছে। এদের অনেকের কাছে পাওনা রয়েছে ৩-১০ বছরের পৌরকর। তাদের কাছে পাওনা রয়েছে প্রায় ২৫ লাখ টাকা। টাকা আদায় না হওয়া পর্যন্ত আমরা অভিযান অব্যহত রাখবো। যারা টাকা পরিশোধে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More