প্রবীণদের সম্মান করার অভ্যাস গড়ে তুলতে হবে 

জীবননগরে প্রবীণদের মাঝে পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রবীণ সামাজিক কেন্দ্রের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে ৮ জন প্রবীণকে সম্মননা ও ২ জন শ্রেষ্ঠ সন্তানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ২ জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার এ সব তুলে দেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমি প্রবীণদের অবহেলিত মনে করি না। আপনারা আমাদের মাথা। প্রবীণদের প্রতি আমাদের সম্মান রয়েছে। তিনি বলেন, প্রত্যেক প্রবীণকে সম্মান করার অভ্যাস গড়ে তুলতে হবে। মা-বাবার ভরণ পোষণের জন্য বর্তমান সরকার আইন প্রণয়ন করেছে। পিতা-মাতার প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা সঠিকভাবে পালন করতে হতে। প্রবীণদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সমাজকে অনেক দিয়েছেন। আপনাদের অভিজ্ঞতাও অনেক। সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর এখনো সময় রয়েছে বলে আমি মনে করি। এসময় তিনি সীমান্ত ইউনিয়ন প্রবীণ সামাজিক কেন্দ্রের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

শাখারিয়া প্রবীণ সামাজিক কেন্দ্রে ইউএনও আরিফুল ইসলাম রাসেলের সভাতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ও ওয়েভের উপ-সমš^য়সকারী কামরুজ্জামান যুদ্ধ। ওয়েভ ফাউণ্ডেশনের কর্মকর্তা রবিউল ইসলাম বকুলের সঞ্চলনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী। সাধারণ সম্পাদক আজিলুল হক ও জাকির হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন পিকেএসএফ’র সহযোগিতায় ওয়েভ ফাউণ্ডেশন ও সীমান্ত ইউনিয়ন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বলে জানা যায়। অনুষ্ঠানে সমš^য়কারীর দায়িত্ব পালন করেন ওয়েভের আশরাফুল ইসলাম লিটন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More