প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করা সম্ভব

চুয়াডাঙ্গায় এডাবের রিসোর্স মবিলাইজেশন শীর্ষক কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের দক্ষতা উন্নয়নে রিসোর্স মবিলাইজেশন শীর্ষক কর্মশালা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এডাব চুয়াডাঙ্গা জেলা শাখা চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে। এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আকরামুল হক বিশ^াস খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজেদের টাকায় পদ্মাসেতুর মতো প্রকল্পটি বাস্তবায়ন করে বিশ^ দরবারে দেশের ভাবমুর্তি উজ্জল করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দরকার উন্নত প্রশিক্ষণ। প্রশিক্ষনের মাধ্যমে জনবহুল এ দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করা সম্ভব।  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচী পরিচালক কাওসার আলম কনক, এডাব রিসোর্স পুলের সদস্য সবিনয় দত্ত, চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম, মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামান, মেহেরপুর জেলা শাখার সভাপতি আবুল কাশেম। সার্বিক তত্বাবধানে ছিলেন এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম। কর্মশালায় খুলনা বিভাগের ৫টি জেলা থেকে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More