চুয়াডাঙ্গায় আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্।ে গতকাল মঙ্গলবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টি, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নানা অভিযোগ করেন এবং তা সমাধানের দাবি করে রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক কবির হোসেন, জেলা নির্বাচন অফিসার মোত্তাওয়াকিল রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ¯িœগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রোকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসিনা মমতাজ এবং বিজিবি ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্ট রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, এনপিপির প্রার্থী ইদ্রিস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান, দিলীপ কুমার আগরওয়ালা ও এম শহিদুর রহমান এবং চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী আলী আজগার টগর, জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. রবিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা ও মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টুর প্রতিনিধি সেলিম মল্লিক বক্তব্য রাখেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা বলেন, পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার কাজে বাঁধা সারাদেশে ঘটনা ঘটছে চুয়াডাঙ্গায় যেন শিরোনাম না হয়। দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। একাধিক ক্যাম্প স্থাপনে সতর্ক করবেন ও নিয়ন্ত্রণ করবেন। আমার আপনার সকলের প্রয়োজন। প্রার্থীরা যেন আচরণবিধি প্রতিপালন করেন। আজকে আছে কালকে নাও থাকতে পারি। কর্তব্যের খাতিরে চলে যাবো। চুয়াডাঙ্গাবাসী আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমাদের আইনের মধ্যে থাকতে হবে। দায়িত্বের বাইরে গিয়ে পক্ষপাতিত্ব করা যাবে না। সারাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য নির্দেশ দেবেন। আগামী ১০ দিন কোন প্রকার সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর ব্যতয় ঘটলে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আইন প্রয়োগ করবেন। ইলেক্টরাল কমিটি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছেন। সেখানে আপনারা অভিযোগ করতে পারবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.