ফুটবল-ক্রিকেটে আমাদের ছেলে-মেয়েরা বিদেশে সুখ্যাতি অর্জন করছে

আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গা ব্যুরো: ৪-১ গোলে ভেড়ামারা স্পোর্টস একাডেমিকে পরাজিত করে আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয় ছিনিয়ে নিলো পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব। গতকাল শনিবার বিকেলে শেখ রাসেল মিনি  স্টেডিয়ামের নির্ধারিত স্থান এ-টিম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিদেশি খেলোয়াড় ছিলো অন্যতম আকর্ষণ। পোড়াদহ ওয়ান্ডার্স ২- ০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে। দ্বিতীয়ার্ধে পোড়াদহ ওয়ানডার্স ক্লাব আরো দুটি গোল করে। শেষআর্ধে ভেড়ামারা স্পোর্টিং একাডেমি একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়। এ  খেলায় বিদেশী খেলোয়ার চমকপ্রদ খেলা উপহার দিয়ে দর্শক মাতিয়ে রাখেন।

খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় এমপি তিনি বলেন, আজকের খেলায় দুটি দলই ভালো খেলেছে। খেলায় হারজিত থাকবেই। সবচেয়ে বড় কথা হলো খেলায় অংশগ্রহণ করা। আগামীতে খেলায় জিততে হবে এ মন মানসিকতা নিয়ে প্র্যাক্টিস করতে হবে। যারা পরাজিত হয়েছে তারা ভালোভাবে অনুশীলন করে আগামীতে জেতার সক্ষমতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি বিজয়ী দল আরও উন্নত খেলা উপহার দেবে এ প্রত্যাশা করি। সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সেজন্য আমাদের সরকার খেলাধুলার প্রতি যথেষ্ট নজর দিয়েছে। বিভিন্ন স্থানে স্টেডিয়াম নির্মাণ করে দিচ্ছেন। ফুটবল, ক্রিকেট  সব খেলায় আমাদের ছেলে মেয়েরা দেশে বিদেশে সুনাম বয়ে আনছে।

উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন,  পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুর মোহাম্মদ জকু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ক্যাশিয়ার আলাউদ্দিন, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, অ্যাড. মোখলেচুর রহমান, চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, পৌর কাউন্সিলর আলাল উদ্দিন, খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার আশরাফুল হোসেন বাবু, উপজেলা রিসোর্চ ইন্সটেক্টর জামাল হোসেন, মুন্না, উজ্জ্বল, মনির, ইউনুস, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ইছানুর কবীর, প্রমুখ। টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের রাজু আহমেদ, জুয়েল রানা, পারভেজ হোসেন, সোহাগ আলী ও ইউনুচ আলী মাস্টার। শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে ধারা বর্ণনা করেন হাফিজুর রহমান, এবি সিদ্দিক হাসান, শামীম রেজা, আবুল কালাম আজাদ, নাইমুর রহমান, জামাল উদ্দিন, এস.এম আসাদ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More