ফুটবল টুর্নামেন্টের আলমডাঙ্গায় ফাইনালের পুরস্কার বিতরণকালে শরীফ তরুণ প্রজন্মকে খেলা-ধুলায় ফিরিয়ে আনার বিকল্প নেই

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ফেন্ডস চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা ফেন্ডস ক্লাবের আয়োজনে আলমডাঙ্গার এ টিম মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কালিদাসপুর মিজানুল হকের এমএসসি ২-০ গোলে লাভ স্টারকে পরাজিত করে জয়লাভ করে। ফাইনাল খেলা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গায় ফ্রেন্ডস চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজক ফ্রেন্ডস ক্লাবেকে ধন্যবাদ জানাই। আজকে খুবই একটি আনন্দের বিষয়, আমরা এমন একটি সময় এই খেলার আয়োজন করেছি, যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাত্রা শুরু করেছে। এই অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণ প্রজন্মকে খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। খেলা-ধুলার কোন বিকল্প নেই। তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলা-ধুলায় ফিরিয়ে আনা গেলে মোবাইলে আসক্তি ও মাদকাসক্তি কমে যাবে। এই প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় উপযুক্ত হবে। তিনি অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়ে আরও বলেন, আপনার সন্তানকে খেলার মাঠে পাঠান। প্রত্যক খেলার মাঠকে ফুটবল হোক, ক্রিকেট হোক যে কোন খেলায় সন্তানকে অনুপ্রানিত করে তুলুন। এতে প্রতিটি পরিবার ভাল থাকবে, দেশ উপকৃত হবে। ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্টপোষক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম, সাবেক খেলোয়ার বাবলু ভাই, আলী আজগর সাচ্চু, জামাল উদ্দিন, ক্রীড়া সংগঠক মিজানুল হক, ইউনুস আলী, সানি প্রমুখ। অনুষ্ঠানের উপস্থানায় ছিলেন হাফিজুর রহমান। খেলা শেষে প্রধান পৃষ্টপোষক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More