স্টাফ রিপোর্টার:বৈদ্যুতিক ফ্যানে সংযোগ দেওয়ার সময় শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ সজিব (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৭ নভেম্বর বিকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন সুখদিয়া কাচারিপাড়া গ্রামে।
নিজ ঘরেই ঘটে দুর্ঘটনা
স্থানীয় সূত্র ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক বিকেল ৪ টার সময় সময় সুখদিয়া কাচারিপাড়া গ্রামের মোঃ আলমের পুত্র মোঃ সজিব (১৩) নিজ ঘরের ফ্যানে বৈদ্যুতিক লাইন সংযোগ দেওয়ার কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সজিবকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান
এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সজিবের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.