বাজার পর্যবেক্ষণসহ মূল্যতালিকা যাচাই জোরদার করার তাগিদ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে গঠিত জেলা টাক্সফোর্স কমিটির সভা

স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিয়মিত বাজার পর্যবেক্ষণসহ মূল্যতালিকা যাচাইয়ে আরও জোরদার করার আহ্বান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, সর্বস্তরের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের যেমন আন্তরিক হওয়া প্রয়োজন, তেমনই ভোক্তা সাধরণকেও প্রতিযোগিতায় নেমে চড়া দামের পণ্য ক্রয় থেকে বিরত থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষে গঠিত জেলা টাক্সফোর্স কমিটির সভায় জেলা প্রশাসক আরও বলেন, বিশ^জুড়ে দ্রব্যমূল্যের বাড়তি ধকল সামলাতে অবশ্য আমাদের সকলকে ধৈর্য্য ধরতে হবে। ইতোমধ্যেই ভোজ্যতেলের দাম লিটারে ১৪-১৫ টাকা হারে হ্রাস পেয়েছে। অন্যান্য দ্রব্যের দামও হ্রাসের দিকে। ধৈর্যধরে পরিস্থিতি মোকাবিলা করার পাশাপাশি উৎপাদন এবং বাজারে সরবরাহ বাড়ানোর দিকে সংশ্লিষ্ট সকলকে কর্তব্যপরায়ন হওয়া জরুরী। মাছ মাংস মুরগির দাম সিন্ডিকেট গড়ে বাড়ানো হচ্ছে কি-না তাও খতিয়ে দেখতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, চেম্বার প্রতিনিধি আবু নাসির জোয়ার্দ্দার, মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলর নূরুন নাহার কাকলীসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত টাক্সফোর্স কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বাজারে দ্রব্যমূল্যের হালচিত্র তুলে ধরেন মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More