ঝিনাইদহ প্রতিনিধি: ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করেন। সেসময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু, ডা. মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক খুরশিদ আলম নাসিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, স্বেচ্ছায় রক্ত দেয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.