মুজিবনগরে ছাত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগে কলেজ শিক্ষককে শোকজ

মুজিবনগর প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগর মহিলা আদর্শ কলেজের প্রভাষক (সমাজকর্ম) নুরুল ইসলামকে কারণ দর্শনানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা জানাতে সময় দেওয়া হয়েছে ৭ কার্যদিবস। অনলাইন জুয়ায় সম্পৃক্ততা ও কলেজের এক ছাত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে এ নোটিশ দিয়েছে কলেজ কর্তপক্ষ।

কলেজ কর্তপক্ষের নোটিশ সুত্রে জানা গেছে, জুয়ার ফাদে নষ্ট হচ্ছে তরুণরা এবং সেই অনলাইন জুয়ার মুল হোতা বা এজেন্ট হিসেবে উঠে আছে কলেজ শিক্ষক নুরুল ইসলাম ওরফে লালন মাস্টারের নাম। এ বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তা কলেজ কর্তৃপক্ষ আমলে নেয়। শিক্ষককে বারবার সতর্ক করে কলেজ কর্তৃপক্ষ। একইসাথে গেল ২০ জুলাই কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যায় লালন মাস্টার। মেয়েকে ফুসলিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মুজিবনগর থানায় অভিযোগ দায়ের করেন তার পিতা।
নোটিশে বলা হয়, বিষয়টি কলেজের তথা কলেজ পরিবারের কাছে ব্যাপক সম্মান হানিকর। একটি দায়িত্বশীল পদে কর্মরত অবস্থায় কলেজের নিয়মনীতির পরিপন্থী। এ ধরনের কাজ অত্র প্রতিষ্ঠানের নিকট অগ্রহণযোগ্য ও অনাকাক্ষিত। এমতাবস্থায় আপনাকে মুজিবনগর আদর্শ মহিলা কলেজ থেকে স্থায়ীভাবে কেন বহিস্কার করা হবে না। এই মর্মে তা লিখিত জবাব, নোটিশ পাওয়ার ৭ কর্ম দিবসের মধ্যে কলেজ অধ্যক্ষ বরাবর জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, প্রভাষক নুরুল ইসলাম ওরফে লালন মাস্টার তিন কন্যা সন্তানের জনক। কিছুদিন আগে তিন হজ্ব করে ফিরেছেন। এখন তিনি নামের আগে হাজী লাগিয়েছেন।
এদিকে কলেজ শিক্ষক তিন সন্তানের জনকের এ ধরনের ঘটনায় এলাকায় বইছে তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মেয়ের পিতার দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তাকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More