মেহেরপুরে আরও ১১ জনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৭০জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। বর্তমানে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যাওয়া ৮৪জন সদর উপজেলার, গাংনী উপজেলার ৫৮ ও মুজিবনগর উপজেলার রয়েছে ৪০ জন। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিলো, তার মধ্যে ১১টি পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৭৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ২১২৯, গাংনী উপজেলায় ১৭৮০ ও মুজিবনগর উপজেলায় ৬৫৮ জন। ট্রান্সফার্ড- ১৫০ জন। (সদর- ১০৮, গাংনী-১৮, মুজিবনগর-২৪)। শুক্রবার কোন ভ্যাক্সিন প্রদান করা হয়নি। এ যাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ১৫ হাজার ৮৭২ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২৭ হাজার ৮১১ ও মহিলা-৪ লক্ষ ৮৮ হাজার ৬১। তার মধ্যে ১ম ডোজ-৫ লক্ষ ১৪ হাজার ৩৩৯ ও ২য় ডোজ-৩ লক্ষ ৯৪ হাজার ৩৩ এবং ৩য় ডোজ-৭ হাজার ৫০০।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More