মেহেরপুরে চার দিনে ৯ জন করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত চারদিনে মেহেরপুরে নতুন করে ৯ জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ২৫ জন। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা সাতজন ও গাংনী উপজেলার বাসিন্দা দুজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে গত ৪ দিনে নতুন ৬৫ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে নয়জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৯১ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭০০ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৮৮ জন, গাংনী উপজেলায় ২২৭ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More