মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ জাতীয় সংগীতের সুরে তাল মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, পিটিআইয়ের সহকারী সুপার ফরিদা ইয়াসমিন, সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আশসাবুদ্দৌলা, আশরাফুল আলম, এস এম জহিরুল ইসলাম, মো. শফিকুর রহমান, মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মীর সাদিক ওয়াহিদ প্রমুখ। দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ক্রীড়া সাংস্কৃতিক ও কাবিং প্রতিযোগিতায় মেহেরপুর জেলার ৩টি উপজেলার বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার হাউলী মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাঠ দিবস
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.