মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের সদস্য আটক

স্টাফ রিপোর্টার: মেহেরপুরের বুড়িপোতা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য আব্দুল জলিলকে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার ভোরে বুড়িপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল জলিল আল্লাহর দলের উপ-থানা পদে কাজ করে আসছিলো। সে মেহেরপুর জেলার সকল সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা উঠানোর দায়িত্ব পালন করতেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মেহেরপুরের বুড়িপোতা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের গোপন বৈঠক চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে মেহেরপুর জেলার সদর থানাধীন বুড়িপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় গোপন বৈঠক চলাকালীন অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সক্রিয় আব্দুল জলিলকে আটক করে র‌্যাব। আটককৃত আব্দুল জলিল (৪৩) মেহেরপুরের বুড়িপোতা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল জলিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দল’ এর একজন সক্রিয় সদস্য। আল্লাহর দল এর উপ থানা পদে কাজ করে আসছিলো। সে আল্লাহর দলের সদস্য সংগ্রহের জন্য নিয়মিত বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করতো। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আল্লাহর দল” এর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতো। আল্লাহর দল মেহেরপুর জেলার সকল সদস্যদের কাছ থেকে মাসিক চাঁদা উঠানোর দায়িত্ব পালন করে এবং সে নিজেও নিয়মিতভাবে মাসিক চাঁদা প্রদান করে। এছাড়াও কুরআনের কিছু আয়াতের অপব্যাখ্যা করে সংগঠনের সদস্য হওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে জনগণকে উদ্বুদ্ধ করতো। পরবর্তীতে আটককৃৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More