মেহেরপুরে ভৈরব নদের পানি বৃদ্ধি: দামুড়হুদার দুই হাজার বিঘা জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি

দামুড়হুদা প্রতিনিধি: মেহেরপুর জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ছুটিপুর, ভগিরাতপুর ও কালিয়াবকরি গ্রামে ভৈরব নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করে। এর ফলে প্রায় দুই হাজার বিঘা কৃষি জমি পানিতে তলিয়ে গিয়ে ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষকরা এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

ঘটনার খবর পেয়ে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল হাসান তনু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুর জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত কৃষি জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

স্থানীয়রা জানিয়েছেন, যদি সময় মতো ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তাদের জীবিকা নির্বাহে মারাত্মক প্রভাব পড়বে। তাই তারা প্রশাসনের প্রতি দ্রুত এবং কার্যকর পদক্ষেপের আশায় রয়েছেন

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More