মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন : আইন প্রণয়নের নির্দেশনা

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। মুজিবনগর বিশ^বিদ্যালয়ের পাশাপাশি নাটোরে ড.এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ^বিদ্যালয় ও নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েরও অনুমোদন প্রদানের তথ্য জানিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে খসড়া আইন প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় সিনিয়র সহকারী সচিব সম্প্রতি মঞ্জুরি কমিশনকে জানিয়েছেন, নারায়নগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরে ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় ও মেহেরপুরে মুজিবনগর বিশ^বিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ানের লক্ষ্যে সরকারি বিশ^বিদ্যালয়সমূহ স্থাপনের নিমিত্তে যুগোপযোগী ৩টি খসড়া আইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রেরণ করতে মঞ্জুুরি কমিশনকে জানানো হয়েছে। এদিকে মেহেরপুরে বিশ^বিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন হওয়ার খবর ছড়িয়ে পড়ায় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More