মেহেরপুরে শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় গ্রাম পুলিশদের দিকনির্দেশনা

মেহেরপুর অফিস:আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশে বলেন, “অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। দুর্গোৎসব চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোন প্রকার অবহেলা বরদাশত করা হবে না।”

ইউএনও আরও জানান, দুর্গোৎসবকালে প্রতিটি পূজামণ্ডপে গ্রাম পুলিশদের সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। পূজার মণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড যাতে কেউ চালাতে না পারে সেদিকেও সজাগ থাকতে হবে।

সভায় বক্তারা বলেন, দুর্গোৎসব একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে যেন কেউ গুজব বা অরাজকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। এ ছাড়া প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশরা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

সভায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More