আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক কাদা মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান বাড়ি আমঝুপি শেখপাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনামুল হক কাদা মিয়ার বড় ছেলে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনামুল হক কাদা মিয়ার মেজো ছেলে শফিকুল ইসলাম, এনামুল হক কাদা মিয়ার ছোট ছেলে শরিফুল ইসলাম, আমঝুপী ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড সদস্য আরিফ হোসেন, অ্যাড. সাইদুর রহমান রিপন, আমঝুপি ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড সদস্য আসাদুল হক পিন্টু, আমঝুপি শেখপাড়ার মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল খায়ের, আমঝুপি দক্ষিণপাড়া জামে মসজিদ পেশ ইমাম কারি আব্দুল বেলাল, তারিকুল ইসলাম তারিক, ৭নং ওয়ার্ডের নেতা ইয়াকুব আলী, আব্দুল হামিদ বিদ্যুত, ৫নং ওয়ার্ডের নেতা সাহাবদ্দীন, ১নং ওয়ার্ডের নেতা শফিকুল খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়জুল কবির মাস্টার।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.