গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপির ইজিবাইক চালক লক্ষণ অধিকারী গত পরশুদিন নিখোঁজ হয়েছেন। তার কোনো হদিস না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এ বিষয়ে গত পরশু সোমবার দর্শনা থানায় জিডি করেছেন ভুক্তভোগীর স্ত্রী মিতা রানী। সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি হিন্দুপাড়ার সনাতন অধিকারীর ছেলে ইজিবাইক চালক লক্ষণ অধিকারী ভাড়ার জন্য গত রোববার যশোর পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাব্দারের ছেলে শিমুল অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তাকে নিয়ে আসার জন্য রওনা হলে চুড়ামনকাটি বাজার থেকে দুপুরের দিকে শেষ কথা হয় রোগীর সাথে। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে ওই রোগী তার সাথে যোগাযোগ করতে না পেরে অন্য একটি গাড়িতে করে বাড়ি চলে আসে। এ ঘটনার পর গত পরশু রাতে লক্ষণের সাথে যোগাযোগ করতে না পেরে তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েন। আশপাশের আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নেন কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার পরে তার পরিবার চরম উদ্বিগ্ন হয়ে পড়ে। অবশেষে ভুক্তভোগীর স্ত্রী মিতা রাণী গত পরশু সোমবার দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে তার নিখোঁজের বিষয়ে তার পরিবার ও প্রতিবেশীরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ-ই জানে না তার সাথে আসলে কি হয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীর স্ত্রী মিতা রাণী।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.