যশোরে দুই দিনে বিষাক্ত মদ পানে ৮ জনের মৃত্যু

থাভাঙ্গা অনলাইন: যশোরে গেল দুদিনে বিষাক্ত মদ পানে ৮ জনের মৃত্যুর ঘটান ঘটেছে।  তারা অতিরিক্ত দেশি অথবা চোলাই মদ পানে মারা গেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে যশোর সদর উপজেলা এলাকায় পাঁচজন, মনিরামপুরে দুইজন এবং একজন ঝিকারগাছা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।  শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোরের আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিকরগাছা উপজেলার কাটাখালি গ্রামের সাহেব আলী নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে শহরের বেজপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে নান্টু নামে এই মাদকসেবীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে মনিরামপুরে মোহনপুর গ্রামের প্রফেসর আব্দুর রাজ্জাকের ছেলে মোমিন বিষাক্ত স্পিড পানে মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাতে মুক্তার আলী আরও এক ব্যক্তি মারা যান। তিনি মোহনপুরের আবুল কাশেমের ছেলে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের ছাতিয়ানতলার আবু বক্করের ছেলে আক্তারুজ্জামান, শহরের ঘোপ নওয়াপাড়া রোড়ের সাবুর নামে এক যুবক। এর আগে একই এলাকার শরিফউদ্দিন ওরফে মনিবাবু, ঝুমঝুমপুর মান্দারতলার ফজলুর রহমান চুক্কি বিষাক্ত মদপানে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেছেন, ‘এসব বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। যারা ভেজাল মদের কারবার করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More