যুব প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার আহ্বান
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত
স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার আলোচনাসভা, যুব ঋণের চেক প্রদান, যাতায়াত ভাতা, মাছের পোনা অবমুক্তকরণ ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকরা এদেশের জনসম্পদ। যুবকরা নিজেদের আত্মনির্ভরশীল করে তুললে দেশের উন্নয়ন গতিশীল হবে। যুব উন্নয়ন যুবকদের প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিণত করছে। তারা নিজেরাই এখন নিজেদের কাজ করে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়া হয়। স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য অর্জনে সরকার যুবদের কর্মসংস্থানের জন্যে যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রদানসহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে। বক্তারা যুব প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা দিয়ে নিজেদের স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাফরপুরস্থ যুব ভবনে আলোচনাসভা, যুব ঋণের চেক প্রদান, যাতায়াত ভাতা, মাছের পোনা অবমুক্তকরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক। অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে চারজন, সফল যুব সংগঠক ক্যাটাগরিতে চারজন ও আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৩৮ জন যুবকের মাঝে ২৬ লক্ষ টাকা ৩৮ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া দেশের প্রথম জাতীয় যুব কাউন্সিলর নির্বাচিত ও স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গার জাহানারা যুব মহিলা সংস্থার সভাপতি জাহানারা খাতুনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আলোচনাসভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার জাতীয় যুব দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দ.) জাহাঙ্গীর আলম। এ এছাড়া বক্তব্য রাখেন রায়পুর ইউপি চেয়রাম্যান তাহাজ্জত মির্জা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দীন ইসলাম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবসের র্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় বক্তব্য রাখেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, মিতালী নারী কল্যাণ সমিতির সমন্বয়কারী দ্বীন মোহাম্মদ, যুব উদ্যোক্তা রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ।
মেহেরপুর অফিস জানিয়েছে, নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার যুব দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনাসভা, মাছের পোনা অবমুক্ত করন, যুব ঋণের চেক, সনদপত্র ক্রেস্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (জুমের মাধ্যমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদ। মাসুদুর রহমান নোভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা রেহেনা মান্নান, প্রশিক্ষিত যুবক মিজানুর রহমান, সুমাইয়া জাফরিন, কাউন্সিলর নিশাত আফরিন। পরে প্রশিক্ষিত যুবকের মাঝে যুব ঋণের চেক, সনদপত্র ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদের নেতৃত্বে র্যালিটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় চত্বর থেকে শুরু করে পুলিশ লাইন ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনীতে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, ঋণের চেক, সনদপত্র, ক্রেস্ট বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.