রাস্তাঘাটসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন করছে বর্তমান সরকার

জীবননগর আন্দুলবাড়িয়ায় পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে এমপি টগর

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া খাপাড়া-বাজদিয়া ১ হাজার মি. পাঁকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর আনুষ্ঠানিকভাবে সড়কটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজি আলী আজগার টগর বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা নির্বাচনে আপনাদের নিকট ওয়াদা করেছিলাম গ্রামকে শহরে পরিণত করা হবে। আজ নিভৃত পল্লী অঞ্চলের সকল কাঁচা রাস্তা আমরা পাঁকা করেছি। এক সময় যে রাস্তা হাটু পর্যন্ত কাঁদা ও ধুলা মাড়ি দিয়ে আপনাদের যাতায়াত করতে হতো। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারতো না। মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া ছিলো দুঃসাধ্য। এক গ্রামের সাথে আরেক গ্রামের সড়ক যোগাযোগ ছিলো বিছিন্ন। মাঠ থেকে ফসল ঘরে তুলতে সিমাহীন কষ্ট করতে হয়েছে আপনাদের। শহরের আত্মীয়-স্বজনরা গ্রামে আসতে ভয় পেতো। আজ আমরা ক্ষমতা গ্রহণ করার পর এমন কোনো রাস্তা নেই, যে রাস্তা কাঁচা আছে। সকল রাস্তা পাঁকাকরণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিই, তখন কেউ কেউ বলেছিলেন, ডিজিটাল বাংলাদেশ আবার কি? আজ আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে তা দেখিয়ে দিয়েছি। যার সুবিধা ভোগ করছেন আপনারা। শুধু রাস্তা নয়, আজ দেশের সকল সেক্টরে অভূত উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুজ্জামান, প্রকৌশলী রফিকুল ইসলাম, ঠিকাদার হাজি ইদ্রিস আলী, খলিলুর রহমান ভুট্ট, ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, সিনিয়র সহসভাপতি আশাদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, শেখ আতিয়ার রহমান, হাজি আসাউল ইসলাম গোলাপ, রফিকুল ইসলাম, মির্জ্জা হাকিবুর রহমান লিটন, শেখ ফিরোজ হোসেন, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পঁচা, রফিকুল ইসলাম, নাজের আলী, খান তারিক মাহমুদ, সাবেক ইউপি সদস্য দুরুদ আলী, মোল্লা ফকরুল ইসলাম টুটুল, রাশেদুজ্জামান রাশেদ, জামিরুল খান, জহুরুল খান, সামসুজ্জোহাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন ম-লপাড়া জামে মসজিদের ইমাম মাও. জালাল উদ্দিন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More