শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে ছাত্রদলকে কাজ করতে হবে

চুয়াডাঙ্গায় ছাত্রদলের ‘কীর্তিতে অম্লান-শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনায় বাবু খান

স্টাফ রিপোর্টার: জিয়াউর রহমানের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে ‘কীর্তিতে অম্লান-শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা ছাত্রদলের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সহসভাপতি হুমায়ুন কবির আকাশ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ ও বিশেষ আলোচক ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ বুুদ্দীন, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইনজামামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, খাদিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি আলম ও বাড়াদী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবিদ হাসান সজল। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি রনি জোয়ার্দ্দার, জিলাল আহমেদ, মোরশেদুর রহমান লিংকন, তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, খন্দকার ইভেন, সদস্য শোয়েব তিতাস, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, আমিনুল ইসলাম সৌরভ, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম সুজন, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা। আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি মাহমুদ হাসান খান বাবু বলেন, শহীদ জিয়াউর রহমানের কীর্তিময় জীবন এতোটাই ব্যাপক যা সংক্ষিপ্ত পরিসরে শেষ করা যাবে না। উনি একটা পরিপূর্ণ রাজনৈতিক দর্শন আমাদেরকে দিয়ে গেছেন। তার দর্শনের কিছুটাও যদি বাস্তবায়ন করা যায় সেটাও হবে দেশের জন্য দৃষ্টান্তমূলক। প্রধান আলোচক শরীফুজ্জামান শরীফ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের কালজয়ী অধ্যায়। তার প্রণীত ১৯ দফা কর্মসূচি ছিলো যুগান্তকারী পদক্ষেপ। তিনি ছাত্রদলকে জিয়ার আদর্শ ধারণ করে সমাজ বিনির্মাণে আত্মনিয়োগের আহ্বান জানান। বিশেষ আলোচক মোমিন মালিতা বলেন, ছাত্রদল হচ্ছে শহীদ জিয়ার অমর কাব্যের নাম। ছাত্রদল প্রতিষ্ঠার মাধ্যমে প্রিয় নেতা সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্খা পূরণ করেছেন। আলোচনা সভায় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More