শারদীয় দুর্গাপূজা উৎযাপনে আলমডাঙ্গা-দামুড়হুদা ও জীবননগরে প্রস্তুতিসভা

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। পুজাম-পগুলোতে এখন সাজ সাজ রব। আসন্ন এ শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে পৃথকভাবে এ প্রস্তুতিসভার আয়োজন করা হয়। সভায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পূজা উৎযাপনের আহ্বান জানানো হয়। এবারের পূজা ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে পালিত হবে বলে জানিয়েছেন বিভিন্ন জেলার পূজা উদযাপন পরিষদের নেতারা। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন। পূজাম-পকে ঘিরে নেয়া হয়েছে নিরাপত্তা। তাই এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা প্রকাশ করেন তারা। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ প্রশাসন, আনছার বাহিনী ম-পগুলো তদারকি করবে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, পল্লি বিদ্যুতের ডিজিএম আবু হাসান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আর্চয্য, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি শুশিল ভৌতিকা। পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার ৩৮ পূজাম-প কমিটির প্রতিনিধিদের সাথে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অশোক কুমার সাহা, সবেন্দ সাহা, কৃষ্ণ বিশ^াস, শুবেন্দ সিংহ রায় বুদ্ধ, বিধান বেদ, দেবদাস দে, লিপন কুমার বিশ^াস, উজ্জ্বল দাস,উত্তম কুমার, সুনিল কুমার, বিজয় কুমার সিহি, সুধাংশ কুমার ব্যানার্জী, গৌতম কুমার পাল, বিপ্লব দাস, নিরঞ্জন দাস, বিষ্ণু অধিকারী, সনজিৎ অধিকারী, অরবিন্দ বিশ^াস, বিমল বিশ^াস, আনন্দ বিশ^াস, সনজিৎ কর্মকার, রাজ কুমার অধিকারী, বিজন কর্মকার, মিন্টু অধিকারী, শ্রী প্রণব কুমার সাহা প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী প্রমুখ। উপজেলায় এবার ২২টি পুজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনায়য়ের দেওয়া উপহার সামগ্রী পূজা উৎযাপন কমিটির সভাপতি সম্পাদকের হাতে তুলে দেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিসভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদ, পূজা মন্ডপ কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জীবননগরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি ও জীবননগর থানার ওসি আব্দুল খালেক। বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস, সীমান্ত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের সভায় বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহা. আলী আখতার, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিজয় হালদারসহ উপজেলা ২৩টি পূজা ম-প কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান তার ব্যক্তিগত তহবিল ও চুয়াডাঙ্গার দিলিপ কুমার আগারওয়ালার তারা দেবী ফাউন্ডেশনের পক্ষ হতে উপজেলার দেয়া অর্থ ২৩টি পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দর হাতে তুলে দেয়া হয়।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More